Khoborerchokh logo

বাঊল দুর্বিণ শাহ'র পুত্র আলম শাহ'কে বাঁচাতে শিল্পী, কলাকুশলী, আর্থিক সহযোগিতা এগিয়ে আসুন 251 0

Khoborerchokh logo

বাঊল দুর্বিণ শাহ'র পুত্র আলম শাহ'কে বাঁচাতে শিল্পী, কলাকুশলী, আর্থিক সহযোগিতা এগিয়ে আসুন

সেলিম মাহবুব, সিলেট থেকেঃ
সাড়া বাংলাদেশে বাঊল দুর্বিণ শাহ এক কিংবদন্তী সাধকের নাম। মরমী কবি বাঊল সাধক দুর্বিণ শাহ ছাতকের তারামনি টিলার বাসিন্দা। পরবর্তীতে দুর্বীণ শাহের নামানুসারে টিলাটির নাম করণ করা হয় দুর্বিণ টিলা। তিনি ছিলেন মরহুম সফাত উল্লাহ শাহ'র পুত্র।জ্ঞানের সাগর উপাধিতে ভুষিত দূর্বীণ শাহ'র রয়েছে অজস্র জনপ্রিয় গানের ভান্ডার। যার গান করে আজ অনেকেই জনপ্রিয়তার শীর্ষে, অনেক টিভি চ্যানেল ও সিনেমায় দূর্বিণ শাহ'র গান স্থান করে নিয়েছে। দুর্বিণ শাহ'র গান করে ইউটিউব থেকে লাখ-লাখ টাকা উপার্জন করছেন অনেকেই। কিন্তু ওই দুর্বিণ শাহ'র পুত্র আজ জীবন মরনের এক সন্ধিক্ষণে। প্রয়োজনীয় টাকার চিকিৎসা সেবা পাচ্ছেন না দুর্বিণ শাহ'র পুত্র আলম শাহ ওরফে আলম শরীফ। গত মঙ্গলবার থেকে সিলেট নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউ'তে রয়েছেন আলম শাহ। তাঁর উন্নত  চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আলম শাহ কে বাঁচাতে আমাদের সমাের বিত্তবানরা এবং দুর্বিণ শাহ'র ভক্তবৃন্দ দের এগিয়ে আসা প্রয়োজন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com